মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা জেলার বটিয়াঘাটায় এশিয়া আর্সেনিক সংস্থার উদ্দ্যোগে ওয়াশ কর্ণার’র শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর হিরোশি ইয়োকোটা পাসপোর্ট TR6853066, Naoto Tsuneyoshi পাসপোর্ট TT7300749, কায়ো নিশিমুরা পাসপোর্ট TS4898492, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক সহ সংস্থার স্থানীয় কর্মকর্তারা।
Leave a Reply