মোঃইউছুপ মজুমদার এম এ, বান্দরবান। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোজ রবিবার সকাল ১১ঘটিকায় লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব, ড.আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব, মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল আজিম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,রাঙ্গামাটি গণপূর্ত সার্কেল , রাঙ্গামাটি, প্রমুখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃমঈন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার লামা, বান্দরবান পার্বত্য জেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ডা. আ ফ ম খালিদ হোসেন সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে মডেল মসজিদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিদ্যুতের অপচয় রোধে মসজিদে যথাযথ নিয়মে লাইট, ফ্যান এবং এসি ব্যবহারের অনুরোধ করেন।ৃ তিনি আরো বলেব শুধুমাত্র নামাজের সময় ব্যতীত যাতে এসি চালানো না হয় এব্যাপারে সবাইকে অনুরোধ করেন তিনি বক্তব্য শেষ সবাইকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে বক্তব্যের ইতি টানেন। উক্ত মসজিদটি জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সপ্তম পর্যায়ের ৫০টির মধ্যে একটি। মডেল মসজিদগুলির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। লামার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে খরচ করা হয় ১২ কোটি ৫৯ হাজার টাকা। মসজিদ ভবনটি তিনতলা ফাউন্ডেশনের তিনতলা ভবন। মসজিদ ভবনটির ফ্লোর এরিয়া নিচ তলা – ১২১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলা -৭৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলায় -৭৮২৫ বর্গফুট। উক্ত আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ,লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমিজ উদ্দিন , এএসপি সার্কেল লামা, লামা থানা অফিসার ইনচার তোফাজ্জল হোসেন, অভিজিৎ চৌধুরী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বান্দরবান জেলা।লামা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক ও এলাকসর গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে অনুষ্ঠানের ও মসজিদ কমিটির সভাপতি লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
Leave a Reply