কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন- যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না তাকেও মসজিদের দায়িত্ব দেয়া হয়েছিলো। অটোপাশ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। তাই এগুলোকে সংশোধন করে ভালর দিকে নিয়ে যেতে হবে। বিগত দিনগুলোতে ফ্যাসিষ্ট সরকারের আমলে গডফাদার শামীম ওসমান ও তার দোসররা যে দূর্নাম করে গেছে সে-ই দূর্নাম মুক্ত করতে হবে। আওয়ামী লীগ যে দুঃশাসন করে গিয়েছে তার বিপরীতে আমাদেরকে ভাল কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে হবে, জনগণ যা চায় সেভাবে করতে হবে।
ও-ই ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এড. খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি. এম. সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।
Leave a Reply