নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এই আদেশ প্রদান করেন।
জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার পর উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয় শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করেন এবং পরে ১৭৬ ধারায় সাংবাদিক টিপুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, “একজন সাংবাদিককে তথ্য চাওয়ার কারণে শাস্তি দেওয়া তথ্য অধিকার আইনকে উপেক্ষা করার সামিল। এটি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির শামিল।”
বিএমএসএফ-এর বিবৃতিতে আরও বলা হয়, আদালতের রায় প্রদানকালে যে সাক্ষীরা উপস্থিত ছিলেন, তারা সবাই ঠিকাদারের শ্রমিক বা প্রশাসনের সাথে সম্পৃক্ত, ফলে রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
তালা প্রেসক্লাব, তালা উপজেলা বিএমএসএফ শাখা, এবং স্থানীয় সাংবাদিকরাও এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে এভাবে শাস্তি দেওয়া শুধু সংবাদপত্রের স্বাধীনতাই ক্ষুণ্ন করে না, বরং দুর্নীতিকে আড়াল করার প্রচেষ্টাকেই স্পষ্ট করে তোলে।
বিএমএসএফ-এর তালা উপজেলা শাখা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
Leave a Reply