মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী জাতীয় সংসদ ভবন নামে পরিচিত পালামেন্ট দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশ জাগো বাংলাদেশ লাল সবুজে নতুন করে ভাবো স্বৈরশাসকের মনোভূমিতেই জন্ম দেশদ্রোহী সাাংবাদিকতার মোঃ সুজন বেপারী প্রকাশ। রাজ্যে রাজ্যে এত দেশদ্রোহী জন্ম নিল কবে।আসলে, যে কোনও সরকার বিরোধী সমালোচনা, উষ্মা, মতবিরোধকে চুপ করিয়ে দিতে এই সিডিশন বা দেশদ্রোহিতার মামলাকে অস্ত্র করছে, কেন্দ্র তো বটেই বিভিন্ন রাজ্য সরকার, বিশেষভাবে বিজেপি সেনাবাহিনী শাসিত রাজ্য সরকারগুলি। বাকস্বাধীনতা ও তর্কবিতর্কের স্বাধীনতা — স্বাধীনতা, গণতন্ত্র ও প্রগতির পূর্বশর্ত। এবং তা আমরা কখনোই বিসর্জন দিতে পারি না। আর কেউ এই মৌলিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। একই সঙ্গে বলে রাখি এই স্বাধীনতাহীনতা শুধুমাত্র সাংবাদিক, সাংবাদিকতার জন্য বিপজ্জনক নয়, বিপজ্জনক পাঠক, শ্রোতা, দর্শক — অর্থাৎ, নাগরিক ও রাজনৈতিক সমাজের কাছেও। এই প্রেক্ষিত থেকে আমরা আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। দেশ ও দেশের মানুষকে পরাধীন থেকে স্বাধীন করার পিছনে যে ক্ষোভ, আক্ষেপ বা যুক্তিগুলো আমাদের ছিল যেমন কয়েকটি দফা থেকে শুরু করে নানা ধরনের শর্তাবলী, তার মধ্যে কি পড়ে যে আমরা স্বাধীন হলে দুর্নীতি, ভোটচুরি, সরকারি কর্মচারীর কাছে জিম্মি, নিজ দেশে পরাধীন, হুন্ডি, মানি লন্ডারিং, গুম, ভেজাল- এর সব কিছু করব এবং বাকস্বাধীনতা হারাব? না, কথা ছিল একটি বাংলাদেশ আমরা গড়ব যেখানে ধর্ম, বর্ণ, হিংসা-বিদ্বেষ, ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত সবাই এক সঙ্গে বসবাস করব, সুখ-শান্তিতে এবং আমাদের জাতিয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে সোনার বাংলা করব।
Leave a Reply