স্টাফ রিপোর্টার: স্ট্যাম্প ও জাল দলিল সৃজনকারী বন্দরের আদম ব্যবসায়ী আলমগীর ও নাসিমার প্রতারণায় নিঃস্ব হয়ে পরেছে অনেক পরিবার। তাদের প্রতারণার শিকার হয়ে আইনের আশ্রয় নিলেও উল্টো ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানীর চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন স্বল্পেরচর এলাকার মোঃ আলমের স্ত্রী নাসিমা বেগম (৪০) ও বাগবাড়ী এলাকার আবুল প্রধানের ছেলে আলমগীর (৪৮) সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে নেওয়ার কথা বলে অসহায় গরীব মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু বিদেশে না নিয়ে অসেচতন মানুষগুলোকে ভুয়া স্ট্যাম্প ও জাল দলিল সৃজন করে চুক্তিবদ্ধ হয়ে টাকা পয়সা আত্মসাৎ করছে। ইতিমধ্যে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং-১৮/২৪। মামলায় আলমগীরসহ ৬ জনকে আসামী করে চাজশীট দেয় থানা পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আরেক আসামী চিহ্নিত প্রতারক কামাল প্রধান জেল হাজতে রয়েছে।
বন্দর থানার নবীগঞ্জ এলাকায় সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং বিভিন্ন সময় ঐ নারীর কাছ থেকে হুমকী ধামকী দিয়ে বিভিন্ন সময়ে টাকা পয়সাও নিয়েছে মাদকাসক্ত আলমগীরসহ অন্যান্য খুনিরা। মামলা নং৮(১০)২৪। উক্ত মালায় অধিকতর তদন্তের স্বার্থে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নোটিশ জারি করলে আসামী আলমগীর বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে সিআইডি অফিসে আর যায়নি বলে জানা গেছে। এছাড়াও নবীগঞ্জ এলাকার আরেক ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীরসহ আরো কয়েক জনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ নাম্বার-৪৯৫৪। স্ট্যাম্প ও জাল দলিল সৃজন করাসহ চাঁদাবাজির অভিযোগে আলমগীর ও নাসিমাসহ ৯ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের আরেক ভুক্তভোগী বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে সিআর মামলা দায়ের করে।
মামলা নং-২৯/২৫। ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকার আরেক ভুক্তভোগী হত্যার উদ্দেশ্যে হামলা করে ছিনতাইয়ের অভিযোগে আলমগীরসহ কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬(১)২৫। নানাবিধ প্রতারণায় নাসিমাকে ব্যবহার করে আলমগীর ফায়দা লুটছে। লোকমুখে শোনাযায় নাসিমা আদম ব্যবসার কারণে সাম্প্রতিক সময়ে জেল খেটে জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক দল এলডিপির নেতাকর্মী পরিচয়ে এই অসভ্য মুর্খরা বিভিন্ন মানুষর সাথে প্রতারণা করে হয়রানী করছে বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন মামলায় অভিযুক্ত মাদকাসক্ত ছিনতাইকারী আলমগীর ও প্রতারক নাসিমাকে দ্রুত গ্রেফতার করার জন্য নারাণয়গঞ্জের আইনশঙ্খলা বাহিনীর প্রতি নিরীহ অসহায় মানুষগুলো আর্তনাদ জানিয়েছে। আলমগীর ও নাসিমা সংঘবদ্ধ হয়ে উল্টো বিভিন্ন মানুষকে অহেতুক হয়রানী ও চাঁদা আদায়ের লক্ষে সাধারণ মানুষদের বিরুদ্ধে অপপ্রচারসহ মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করারও অভিযোগ রয়েছে। এ ব্যপারে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবসা নিবে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আশাবাদি।
Leave a Reply