তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে মজুদের অপরাধে একজনকে জরিমানা সহ ৩৯ বস্তা চাল আটক করেন উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারের ধানমহল সংলগ্ন এলাকায় সরকারি চাল অবৈধভাবে মজুদের তথ্যের ভিত্তিতে ১৭ই এপ্রিল বৃহস্পতিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার গোদারিয়া গ্রামের হাসান আলীর ছেলে তোফাজ্জল হোসেন(৫৫)কে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তোফাজ্জল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ৩৯ বস্তা চাল থানা হেফাজতে নেওয়া হয়।
এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানার পুলিশের একটি টিম। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, দেশ ও জনগণের কল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
Leave a Reply