1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হলেন শিল্পপতি রুহী আফজাল বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই আমার দেশ’ সম্পাদককে উদ্দেশ্য করে ষড়যন্ত্রমূলক মামলা—ঝিকরগাছায় প্রতিবাদ তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ বান্দরবানে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু তালা উপজেলার বিতর্কিত ইউএনও শেখ রাসেল চাকুরি জীবনে ৯ দেশ সফল করেছেন বন্দরে শিক্ষার্থীকে অপহরণের পরে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার- ২ আগামী ৪০ বছরেও আ’লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না-টুকু তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পাঠ করা হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে। কে,এম,পি,খুলনা,গতকাল বুধবার সকাল ৯ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে,এম,পি’ র আয়োজনে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা। খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশ ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানযট মুক্ত করে পরি ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কে,এম,পি র বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয়। ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার ইজিবাইকের মুভমেন্ট, গতি বিধি,নিয়ম নীতি, দূর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠন মুলক আলোচনা।

আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের বিভিন্ন মতামত। কি ভাবে চালাতে হবে ইজিবাইক তার ই সু স্পষ্ট নিয়ম নীতি উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের মাঝ থেকে। যোগ বিয়োজন করে মতামত পোষণ করে শৃঙ্খলা মেনে ইজিবাইক চালানো কথা তুলে ধরেন, কে,এম,পি’ র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি আরো বলেন,কে,এম,পি র তত্ত্বাবধানে পত্যেক ইজিবাইক চালককে ট্রেনিং দেওয়া হবে, নেওয়া হবে না কোন ফি, ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হবে। তিনি আরো জানান, খুলনা নগরকে যানযট মুক্ত ও দূর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে হলে অ দক্খ্য চালক, যেখানে সেখানে ওঠা নামা সহ নানাবিধ সমস্যায় এ ট্রেনিং অতি আবশ্যক বলে আমি মনে করি।

প্রথমত ৫/৫০০ হাজারের মতো ইজিবাইককে এ আইনের আওতায় আনা হবে পরবর্তী তে আবার প্রয়োজন হলে ধারাবাহিকতায় আবারও এ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সনদ দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। পরি শেষে খুলনার শহর হোক যনযাট মুক্ত, দূর্ঘটনা সহ নানাবিধ সমাস্যা মুক্ত, গড়ে উঠুক সুখ ও শান্তি ও শৃঙ্খলা র নগর এই আশা বাদ ব্যক্তকরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি