1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আমার দেশ’ সম্পাদককে উদ্দেশ্য করে ষড়যন্ত্রমূলক মামলা—ঝিকরগাছায় প্রতিবাদ তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ বান্দরবানে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু তালা উপজেলার বিতর্কিত ইউএনও শেখ রাসেল চাকুরি জীবনে ৯ দেশ সফল করেছেন বন্দরে শিক্ষার্থীকে অপহরণের পরে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার- ২ আগামী ৪০ বছরেও আ’লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না-টুকু তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত মাঠ পর্যায়ে নিরলস কাজ করছেন লামায় ইউএনও মো. মঈন উদ্দিন লামায় বন্যহাতির আক্রমণে নারী মৃত্যু

নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পাঠ করা হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে। কে,এম,পি,খুলনা,গতকাল বুধবার সকাল ৯ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে,এম,পি’ র আয়োজনে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা। খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশ ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানযট মুক্ত করে পরি ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কে,এম,পি র বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয়। ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার ইজিবাইকের মুভমেন্ট, গতি বিধি,নিয়ম নীতি, দূর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠন মুলক আলোচনা।

আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের বিভিন্ন মতামত। কি ভাবে চালাতে হবে ইজিবাইক তার ই সু স্পষ্ট নিয়ম নীতি উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের মাঝ থেকে। যোগ বিয়োজন করে মতামত পোষণ করে শৃঙ্খলা মেনে ইজিবাইক চালানো কথা তুলে ধরেন, কে,এম,পি’ র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি আরো বলেন,কে,এম,পি র তত্ত্বাবধানে পত্যেক ইজিবাইক চালককে ট্রেনিং দেওয়া হবে, নেওয়া হবে না কোন ফি, ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হবে। তিনি আরো জানান, খুলনা নগরকে যানযট মুক্ত ও দূর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে হলে অ দক্খ্য চালক, যেখানে সেখানে ওঠা নামা সহ নানাবিধ সমস্যায় এ ট্রেনিং অতি আবশ্যক বলে আমি মনে করি।

প্রথমত ৫/৫০০ হাজারের মতো ইজিবাইককে এ আইনের আওতায় আনা হবে পরবর্তী তে আবার প্রয়োজন হলে ধারাবাহিকতায় আবারও এ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সনদ দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। পরি শেষে খুলনার শহর হোক যনযাট মুক্ত, দূর্ঘটনা সহ নানাবিধ সমাস্যা মুক্ত, গড়ে উঠুক সুখ ও শান্তি ও শৃঙ্খলা র নগর এই আশা বাদ ব্যক্তকরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি