সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘর থেকে দুইবন্দীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই বন্দীর মধ্যে একজন নারীও রয়েছে। এদিকে সন্ধান হওয়া আয়না ঘরকে ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে যে বাড়িতে আয়না ঘর তৈরি করে এক বৃদ্ধ ও এক নারীকে বন্দী রাখা হয়েছিল সেই বাড়িটিসহ এই ঘটনার সাথে জড়িত নাজুল হাসান আরাফাত এর বাড়িতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে। ঘটনাস্থল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিদর্শন করেছেন।
জানাযায়, আয়না ঘর থেকে উদ্ধার হওয়া নারী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষীবিষ্ণ প্রসাদ গ্রামের শিল্পী খাতুন(৪৫) বিগত ৫মাস আগে অপহরন হয়। পরে তাকে উদ্ধারের জন্য তার স্বামী মনসুর আলী রায়গঞ্জ থানায় জিডি পরবর্তী অভিযোগ করে কিন্তু দীর্ঘ ৫ মাসে তিনি তার স্ত্রীকে উদ্ধেরর ব্যাপারে রায়গঞ্জ থানা পুলিশের কোন সহযোগিতা পাননি। উপরন্ত রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান অভিযুক্ত নাজমুল হাসান আরাফাত গংদের পক্ষ অবলম্বন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ওসির এমন ভুমিকা দেখে নিরুপায় হয়ে ভিকটিমের স্বামী মনসুর আলী তার স্ত্রীকে উদ্ধারের জন্য পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের স্বরাপন্ন হন কিন্তু ওসি আসাদুজ্জামান উল্টো তাদের ভুল বুঝিয়ে এবং ভিকটিমকে উদ্ধারের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করেন। পরে ওসির পক্ষপাতিত্ব ভুমিকার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেন ভিকটিম এর স্বজনরা। এরই একপর্যায়ে শুক্রবার (২মে)গভীররাতে রায়গঞ্জের সোনারামপুর গ্রামের সুমনের বাড়ীতে তৈরি করা মিনি আয়না ঘর থেকে ওই নারী উদ্ধার হয়।
অপরদিকে ওই আয়না ঘর থেকে পুর্বপাইকড়া গ্রামের আব্দুল জব্বার (৬৫) নামের এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। ওই আব্দুল জব্বারকে ৬মাস ও শিল্পী খাতুনকে ৪মাস ধরে ওই আয়না ঘরে রাখা হয়েছিল বলে দুই ভিকটিমসহ স্থানীয়রা জানান।
এদিকে এঘটনায় জড়িত নাজমুল হাসান আরাফাত এর বাড়িসহ স্থাপিত আয়না ঘর বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগুন ধরিয়ে দিয়েছে এবং এঘটনায় জড়িত নাজমুল হাসান আরাফাত থানায় আত্মসমর্পণ করেছে।
আব্দুল জব্বারের পরিবার জানান,৬মাস একটা অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। বাড়ির মালিক সুমন প্রতিদিন একবেলা তাদের খাবার দিতো। আরাফাত সেখানে যাওয়া আসা করতো, একদিন সে সেখানে ডাক্তারি কেঁচি রেখে যায়। সেই কেঁচি দিয়ে ধীরে ধীরে সুড়ঙ্গ খুঁড়ে বৃহস্পতিবার রাত তিনটার দিকে বেরিয়ে আসেন।
শিল্পীর পরিবার জানায়, আরাফাতের সঙ্গে আগে থেকে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্বের জেরে শিল্পীকে অপহরণ করে আয়নাঘরে ৫মাস আটকে রাখা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আয়নাঘরের আদলে নির্মিত একটি ঘর থেকে দুজন মুক্তি পায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে আগে অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এদিকে এলাকার বিক্ষুব্ধ জনতা ও দুই ভিকটিমের পরিবার পুলিশ হেফাজতে থাকা নাজমুল হাসান আরাফাতের দৃষ্টান্তমুলক শাস্তিসহ এঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ওসি আসাদুজ্জামান এর অপসারণের দাবি জানিয়েছেন।
Leave a Reply