
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্র চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে মহান মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক জাগরণ মঞ্চ’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক বলেন- স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনো বাংলাদেশে শ্রমিকদের স্বার্থে কিছুই হয়নি। নারায়ণগঞ্জ শহরের মতো সারাদেশে বাড়ছে শিশু শ্রম। বিবর্ণ হয়ে যাচ্ছে নারী, শিশু ও শ্রমিকের জীবনমান। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
শত শত ছোট কারখানা, গার্মেন্টস, ডকইয়ার্ড, রুলিং মিল, জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের কষ্টকর জীবনের কষ্ট আরও বাড়ছে। ভাল জনে থাকে ভাঙ্গা ঘরে, মন্দ যে সেজন সিংহাসনে বসে। এ যেনো এক হিরক রাজার দেশে পরিণত হয়েছে। দূর্নীতিবাজরা লুটপাট করে শ্রমিকদের টাকা আত্মসাৎকারী বড়লোক মালিকের গোষ্ঠী আজ এ-ই দেশের মালিকানা পেয়ে বসে আছে। অথচ যে শ্রমিক জীবন দিয়ে রাষ্ট্র সৃষ্টি করেছে, রাষ্ট্রের চাকা ঘুরাচ্ছে সে-ই রাষ্ট্রও শ্রমিকদের সাথে প্রতারণা করছে। শ্রমিক তার প্রকৃত সঠিক শ্রমের ন্যায্য মর্যাদাপূর্ণ মজুরী পাচ্ছে না। রেশন কার্ড ও হেল্থ কার্ড দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন- যতদিন পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সঠিক সংগঠনকে শক্তিশালী না করবে, ততদিন পর্যন্ত এ-ই অবস্থা দুনিয়ার দেশে দেশে ছিলো, এখনো আছে। আর যে সকল দেশের শ্রমিকরা জাগরণ তৈরি করতে পেরেছে, সে-ই সব দেশগুলোতে শ্রমিকরা প্রথম শ্রেণীর নাগরিক মর্যাদা পেয়েছে। মৌলিক সকল অধিকার পেয়েছে। তাই আমাদের দেশেও শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিক জাগরণ মঞ্চ সে-ই মৌলিক আন্দোলনটি গড়ে তুলতে সচেষ্ট আছে। নিশ্চয়ই শ্রমিকদের জয় অনিবার্য। দুনিয়ার সব মজদুর এক হও। সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।
শ্রমিক জাগরণ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুস সবুর’র সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টে নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও মানবাধিকার কর্মী এস. এম. জহিরুল ইসলাম বিদুৎ নিউজ ব্যাংক ২৪ ডট.নেট এর সম্পাদক ও প্রকাশক আল মামুন খাঁন, সাংস্কৃতিক সংগঠক জহিরুল ইসলাম মিন্টু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাজ্জাদ আহম্মেদ খোকন, নাট্য অভিনেতা কবি আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী ও মানবাধিকার কর্মী রিয়া খাঁন, ফটো সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোঃ ওয়ারদে রহমান, মানবাধিকার কর্মী মোঃ জাহিদ হোসেন, মানবাধিকার কর্মী শাহানাজ আক্তার সাথী, সমাজ সেবক শাহানাজ আক্তার মুক্তা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Leave a Reply