1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত ইমাম চাঁপাইনবাবগঞ্জে বালুবাগান থেকে আইনজীবী’র মরাদেহ উদ্ধার মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু  প্রশাসনের জব্দকৃত বালি প্রকাশ্যে ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নিলামে বিক্রি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ পল্লীকবি জসীমউদদীনের কবিতা নিয়ে আদিনা কলেজে আলোচনাসভা সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা কামাল আহম্মেদ’র মৃত্যুতে না’গঞ্জ শহর ছাত্রদল সাবেক সভাপতি রোমেন এর শোক

মধুপুরে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭ বার পাঠ করা হয়েছে

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পপতি ফকির মাহাবুব আনাম স্বপন এর মধুপুর আশ্রা চৌরাস্তা বাগান বাড়ী এলাকার কারখানায় ডাকাতির ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বক্তব্যে পাল্টা সংবাদ সম্মেলন করেছে অপর গ্রুপ। অপরগ্রুপ (অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের) সাবেক এক নেতা আনোয়ার হোসেনকে জড়িয়ে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সেই আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।

সামাজিক যোগাযোগ মাাধ্যম ফেইসবুকে ওই বক্তব্যের ভিডিও আপলোড হয়েছে।এর প্রতিবাদে ৫ মে (সোমবার) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয়ে এ পাল্টা সংবাদ সম্মেলন করেন এডভোকেট মোহাম্মদ আলীর গ্রুপের বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ও সমাবেশও করেছেন তারা। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফকির মাহবুব আনাম স্বপনের মহিষমারা ইউনিয়নের আউশনারা খামারবাড়ির ফ্যাক্টরিতে গত ২ মে রাত্রিতে একটি চুরির ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে।

সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে প্রচারিত এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তে প্রশাসন তৎপর রয়েছেন । এর মধ্যে রবিবার ৪ মে কারখানা পরিদর্শনে আসেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে সাংবাদিকদের উদ্দেশ্যে জাকির হোসেন সরকার তার বক্তব্যে অবিভক্ত মধুপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মধুপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ব্যবসায়ী আলহাজ্ব মো.আনোয়ার হোসেনকে ইঙ্গিত করে এ চুরির সাথে জড়িয়ে কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করছেন। যা রাজনীতির শিষ্ঠাচার বহির্ভূত দৃষ্টান্ত। স্ব দলের রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি কুরুচিপূর্ণ, আপত্তিকর কাল্পনিক, মিথ্যা, বানোয়াট বক্তব্য রেখেছেন।

যা ব্যক্তিগত প্রতিপক্ষকে আক্রমণ করার হুমকির পর্যায়ে পড়ে। এমন বক্তব্য দেওয়া রাজনৈতিক নেতার কাছে কোন ভাবেই কাম্য হতে পারে না। এসময় আলোচিত নেতা আনোয়ার হোসেনসহ সাবেক বিএনপি নেতা লস্কর আলী, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সোহেল রানা মাসুম, হারুনুর রশীদ, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান বাবলু সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় মধুপুর পৌর শহরের ময়মনসিংহ মড়কের পাশে অবস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয়ের সামন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরে সমাবেশ করেন। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, যুবনেতা সরকার মনি বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি