1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত ইমাম চাঁপাইনবাবগঞ্জে বালুবাগান থেকে আইনজীবী’র মরাদেহ উদ্ধার মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু  প্রশাসনের জব্দকৃত বালি প্রকাশ্যে ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নিলামে বিক্রি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ পল্লীকবি জসীমউদদীনের কবিতা নিয়ে আদিনা কলেজে আলোচনাসভা সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা কামাল আহম্মেদ’র মৃত্যুতে না’গঞ্জ শহর ছাত্রদল সাবেক সভাপতি রোমেন এর শোক

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৩ বার পাঠ করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার সদর মডেল থানার আওতাধীন গোগনগর এলাকার  মোঃ নওসাদ (৩৮), রুবেল চৌধুরীর (৪৫) নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ নওসাদ জানান- বেশ কিছুদিন যাবৎ Roman Roman ফেইসবুক হতে আমাকে এবং আমার চাচাত ভাই রুবেল চৌধুরীকে বিভিন্ন ভাবে ভুল তথ্য প্রচার করে হয়রানী মূলক ভাবে অপপ্রচার করে বেড়াচ্ছে।
গত ৫ মে আমরা এই বিষয়টি অবগত হয়েছি। তাই আমরা এখন এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং মান সম্মান হারানোর ভয় নিয়ে দিনাতিপাত করছি। এবং আরও অপ্রতিতিকর অবস্থায় পরে যাই যখন তাদের পোষ্টের মাধ্যমে জানতে পারি আমারা না কি অনেকের টাকা বজেয়াপ্ত করেছি এবং টাকার বিনিময় এলাকায় বিচার কার্য সম্পাদন করি। এই সকল বিষয়ে আমাদের এলাকায় এখন দিনাতিপাত করা খুবই কঠিন হয়ে উঠেছে, আমরা অসহায় হয়ে পরেছি। এই সকল বিষয় যে মিথ্যা তাহার প্রমান এলাকার লোকজনের কাছে বিদ্যমান। এই সকল মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে নওসাদ ও রুবেল চৌধুরী গোগনগর এক নং ওয়ার্ডের স্থানীয়  ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক হিসাবে সুনাম রয়েছে। উল্লেখ্য, ফেইসবুকের Roman Roman নামের আইডিতে যে ছবি আছে সেই ব্যাক্তির নাম নোমান এবং এই আইডি সাথে তার কোন সম্পর্ক নেই বলে ফতুল্লা থানায় লিখত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি