1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলনে অভিযোগে জরিমানাসহ একজনের কারাদন্ড আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত ইমাম চাঁপাইনবাবগঞ্জে বালুবাগান থেকে আইনজীবী’র মরাদেহ উদ্ধার মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু  প্রশাসনের জব্দকৃত বালি প্রকাশ্যে ১৭ লক্ষ ২৫ হাজার টাকা নিলামে বিক্রি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ পল্লীকবি জসীমউদদীনের কবিতা নিয়ে আদিনা কলেজে আলোচনাসভা সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা কামাল আহম্মেদ’র মৃত্যুতে না’গঞ্জ শহর ছাত্রদল সাবেক সভাপতি রোমেন এর শোক

এনায়েতপুরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল 

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

ইয়াহিয়া খান, এনায়েতপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে সাম্প্রতিক সময়ে  সংগঠিত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাস ও দমনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার ইমনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।  অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা।

বুধবার (৭ মে ২০২৫) সকাল ১০টার দিকে এনায়েতপুর হাট চত্বর থেকে শুরু হয়ে কেজির মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর জনগণ যখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করেছে, তখনই স্থানীয়ভাবে দলটির একটি চিহ্নিত চক্র সন্ত্রাসের পুনরুজ্জীবন ঘটিয়ে এলাকায় ভয়ভীতি ও দমননীতির পরিবেশ তৈরি করছে।

সমাবেশে বক্তব্য রাখেন খুকনি ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মজনু বলেন, “আওয়ামী লীগ আবারও পুরনো রূপে ফিরে আসতে চাইছে—চাঁদাবাজি, দখল, হামলা ও আতঙ্ক সৃষ্টি করে জনগণকে স্তব্ধ রাখতে চায়। আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে এ অপশক্তিকে রুখে দেব।”

এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোনাউল্লাহ সরকার বলেন, “গণতন্ত্রের বিজয় যাদের সহ্য হয় না, তারাই আবার নতুনভাবে সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা ছড়াতে চাচ্ছে। এনায়েতপুর বিএনপি এই চক্রান্তের বিরুদ্ধে সর্বদা সক্রিয় থাকবে।”

এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসান বলেন, “ফ্যাসিস্ট মানসিকতা নিয়ে যারা ক্ষমতা হারিয়ে এখনও জনগণকে শত্রু মনে করে, তাদের প্রতিহত করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।”

এছাড়া বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সরোয়ার সরকার, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ঈসা আহমেদ, খুকনি ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, খুকনি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর, আবুল কালাম আজাদ ও ছাত্রদলের নেতা আবু তালেবসহ আরও অনেকে। তারা বলেন, “আওয়ামী দমননীতি ও সন্ত্রাসের যে পুনরাবৃত্তি আমরা এনায়েতপুরে দেখছি, তা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এর বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে এলাকায় ছিল চাপা উত্তেজনা। সাধারণ মানুষ উপস্থিত থেকে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি