চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দেখা মেলেনি দুই কর্মকর্তার।আর এতেই তীব্র ক্ষোভ জানিয়েছে চৌহালী উপজেলার মুক্তিযোদ্ধারা।আর ঐ দুই কর্মকর্তা হলেন চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুদ রানা ও উপজেলা প্রকৌশলী ফজলুল রহমান। তবে কি কারণে তারা এ জাতীয় দিবসে উপস্থিত হতে পারেনি বার বার ব্যক্তিগত ও সরকারি ফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যাইনি। আর তাদের এমন কর্মকাণ্ডে আরও ক্ষোভ জানিয়ে সুশীল সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গরাও। আর মহান বিজয় দিবস উদযাপন আয়েজক কমিটি জানান, জাতীয় দিবসের অনুষ্ঠানে যদি কোন কর্মকর্তা অনুপস্থিত থাকে এটা আমাদের জন্য দুঃখজনক এবং বিব্রতকর তবে ভবিষ্যতে এমন কর্মকান্ডের বিষয় আমরা আরও সজাগ থাকবো।
এদিকে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে গৌরবাম্বিত এ দিনটির সকল কর্মসূচিতে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময়ে স্ব স্ব সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলা হয়। পরবর্তী সময়ে উপজেলার বীরমুক্তিযোদ্ধা শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে সংর্বধনা দেন উপজেলা প্রশাসন । সুবিধা জনক সময়ে হাসপাতাল, এতিম খানা,শিশুকেন্দ্র এবং প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশ করা এবং উপজেলা শিক্ষা ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে মুক্তি যোদ্ধাভিত্তিক শিশুদের চিত্রংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলায় সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের শান্তি কামনা করে মোনাজাত ও প্রর্থনা করা হয়।আর উপজেলা হলরুমে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার:) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে ও পিআইও হেকমত আলীর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতি: কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত,থানার ওসি জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপ সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, পরিসংখ্যান দপ্তরের তদন্তকারী সোহেল রানা ও সি: ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply