স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকার ধুবিল জমিদার বাড়ির কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা বিএনপি নেত্রী রুহী আফজাল সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
২৮ এপ্রিল ২০২৫ তারিখে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, তার আপন চাচাতো ও খালাতো ভাই, সাবেক এমপি আলহাজ আব্দুল মান্নান তালুকদারের পুত্র রাহিদ মান্নান লেলিন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।
প্রতিবাদ লিপিতে রুহী আফজাল উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল ২০২৫ তারিখে তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই রাহিদ মান্নান লেলিন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে চলেছেন। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে তার অগ্রগতিতে ভীত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।
রুহী আফজাল সাফ জানিয়ে দেন, তিনি জীবনে কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না কিংবা মনোনয়নও নেননি। বরং বিএনপির রাজনীতি করার কারণে তিনি বারবার স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, তার প্রয়াত পিতা আফজালুল হক মনি তালুকদার পাকিস্তান আমলে জাতীয় পরিষদের সদস্য ছিলেন এবং জাতীয়তাবাদী মূল্যবোধের ধারক ছিলেন। পিতার আদর্শ অনুসরণ করেই তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত।
তিনি আরো জানান, বিএনপির রাজনীতির কারণে তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান ‘আর আর স্পিনিং এন্ড কটন মিলস’ দীর্ঘ সময় ধরে সরকারী হয়রানি ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে, তবুও তিনি অবিচল থেকেছেন। স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি সকল সাংবাদিককে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানান। পাশাপাশি, মিথ্যা প্রচার চালালে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একইসাথে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সবশেষে রুহী আফজাল জনগণ ও দলের নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply