আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুটা হবে ওয়ানডে দিয়ে।
তাদের সঙ্গে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া তাজ নেহার এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
গত বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা। এরপর জাতীয় দল থেকে একরকম বাদই পড়ে গিয়েছিলেন তিনি। পরে টি-টোয়েন্টিতে ফিরলেও ওয়ানডেতে তার ফেরা হলো এবার। সুপ্তার ফেরা ২০২৩ সালের জুনের পর।
Leave a Reply