বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার,বিশেষ প্রতিনিধি ও বন্দর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক তরিক হোসেন বাপ্পি’র ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বন্দর উপজেলা প্রেসক্লাব, সমগ্র বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিক নিহত হন। এবং আহত হন অনেকে।
এ ছাড়া ১৯ শে জুলাই নারায়ণগঞ্জ চাষাড়ায় সরকারবিরোধী বিক্ষোভে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার,বিশেষ প্রতিনিধি সাংবাদিক তরিক হোসেন বাপ্পি’র ওপর আতঙ্কিত হামলার ঘটনা ঘটে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ কালে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—দুই পক্ষেরই হামলার শিকার হয়।
নারায়ণগঞ্জে’র এলাকায় দায়িত্ব পালনকালে তিনি আহত হন। পরবর্তীতে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত গণমাধ্যম কর্মী জানান ‘আজ শুক্রবার বেলা ৪টার দিকে নারায়ণগঞ্জ চাষাড়া বঙ্গবন্ধু সড়কে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের সময় আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। সে সময় আতঙ্কিত হামলার শিকার হই ঘটনাস্থলে আমার ক্যামেরাটি ভেঙে ফেলা হয় এবং আমাকে এলোপাতাড়ি কিল ঘুসি লাথি মারা হয় পত্রিকার আইডি কার্ড এবং ক্যামেরা থাকাতে আরো ক্ষিপ্ত হয় সন্ত্রাসী বাহিনীরা’ ভয়ংকর এক পরিস্থিতির মুখোমুখি হই যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনায় গভীর উদ্বেগ জানায় বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত এক বিবৃতিতে। দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের রিপোর্ট কভার করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা তদন্তের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অত্র সংগঠনটি।
Leave a Reply