মো:পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাছুয়া বাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ৪৭ তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৩১জানুয়ারি বাদ মাগরিব মাছুয়া বাজার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে এ ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুর্শিদে বরহক পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত, আওলাদে রাসুল (সাঃ) সৈয়দ মোঃ বাহাদুর শাহ (মাঃজিঃআঃ) পীর সাহেব ইমামে রাব্বানী দরবার শরীফ,হাজীগঞ্জ, চাঁদপুর। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন তামাকপট্টি বাইতুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মতিন চাঁদপুরী।বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরাজী,আল আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ সাইদুর রহমান হাতেীম আল-কাদরী, পপুলার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আব্দুল হালিম। আরে ওয়াজ করেন স্থানীয় ওলামায়ে কেরাম গণ। শুভেচ্ছান্তে ছিলেন মাছুয়া বাজার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আক্তার হোসেন বাবুল। অভ্যর্থনায় ছিলেন হাজী মোঃ মোক্তার হোসেন, মোঃ সাদ্দাম হোসেন কাওছার,তরিকুল ইসলাম লিংকন,মোঃ জুয়েল সহ আরো অনেকে। মাহফিল পরিচালনায় ছিলেন মাছুয়াবাজার ঈদ – এ – মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি।
Leave a Reply