1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায়-আলীকদমের কৃষকরা দ্বৈত করের বোঝায় দিশেহারা না’গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিয়ন খান মুন্সিগঞ্জ জেলা পুলিশের এসআই প্রেসিডেন্ট পদক ভূষিত হলেন ইয়াসিন গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু পাপ্পুর নেতৃত্বে মিছিল নিয়ে আশার র‍্যালিতে যোগদান বন্দরে আশার র‌্যালিতে যুবদল নেতা হুমায়ূনের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান চৌহালীতে সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও: “গুনগত মানে ত্রুটি থাকলে বিল নয়” মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রূপগঞ্জে যুবদল নেতার আওয়ামী লীগের ত্রাণ বিতরণে ভিডিও ভাইরাল, পুরো এলাকায় জুড়ে আলোচনার ঝড়

মিষ্টি ব্যবসায়ী পারভেজ হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পাঠ করা হয়েছে
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নিখোঁজের পর মিষ্টি ব্যবসায়ী মো.পারভেজ হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শাকচর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। নিহত পারভেজ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় মিষ্টি ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পারভেজ এর মা রুনা বেগম, বোন সাথী আক্তার, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মো. লিটন, আবদুল হালীম সাকিব, মো. ফিরোজ, মো. আমীর হোসেন প্রমুখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ৩০ জানুয়ারি রাতে পারভেজ নিখোঁজ হয়। পরদিন ৩১ জানুয়ারি সদর থানায় ডায়েরি করে স্বজনরা। ডায়েরি করার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। বারবার যোগাযোগ করার পরও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার রাতে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে তার লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় রাকিব এবং রবিউল নামের দুজন আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতারসহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি