স্টাফ রিপোর্টারঃ- ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়নগঞ্জের বন্দর থানা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বুধবার ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে বন্দর ২১ নং ওয়ার্ড সালেহ নগর থেকে এ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা একটা একটা লীগ ধর ধইরা ধইরা জবাই কর, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহম্মেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের কোন রাজনৈতিক কর্মসূচি করার অধিকার নাই, তার পরে-ও কেউ যদি কোন নৈরাজ্য করতে আসে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, আমরা বন্দর বাসী আওয়ামীলীগের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত আছি। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল বেপারী, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক জয়নাল, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগসহ বন্দর থানা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
Leave a Reply