মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) গণিত ফোরাম খুলনার আয়োজনে ও কুয়েট গণিত বিভাগ এর তত্ত্বাবধানে ১২ তম খুলনা গণিত সম্মেলন ও ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান,গণিত ফোরাম খুলনার সাধারন সম্পাদক প্রফেসর ড. বি.এম. ইকরামুল হক,গণিত ফোরাম খুলনার সভাপতি ও প্রাক্তন বিভাগীয় প্রধান গণিত বিভাগ বি.এল কলেজ প্রফেসর হারুনুর রশীদ। অনুষ্ঠানে ‘গণিত পত্র’ ১০ ম সংখ্যা বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুল,কলেজ এর শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। মেঃ শাহেদুজ্জামান শেখ,পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশন,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
Leave a Reply