মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়া জিপিবি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গৌর হরি বৈরাগীর সভাপতিত্বে ও শিক্ষক অনুপ কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনো, হুমায়ুন কবির বাবু,খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য লেলিন,বটিয়াঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালী ও সদস্য সচিব মেহেদী আল আজাদ,যুবদল নেতা জহিরুল ইসলাম খোকনসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়,এটি আমাদের মানসিক দৃঢ়তা,দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্যাপন করতে হয়।
Leave a Reply