বটিয়াঘাটা প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে খুলনার ২৯ নং পোল্ডারে অবস্থিত একটি দিঘি উন্মুক্ত জলাশয়ের সম্পত্তি মোবারক গাজী কর্তৃক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কাজটি বন্ধ করা হয়েছে। তবে কাজটি পুনরায় করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ দিচ্ছে দখল কারি মোবারক গাজী। সূত্রে প্রকাশ,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারআড়িয়া বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্প ও প্রাইমারি স্কুলের পেছনে পানি উন্নয়ন বোর্ড ২৯ নং পোল্ডারের জলাশয় দিঘিটি বারোআড়িয়া বাজারের ব্যবসায়ী মোবারক গাজীর কিছু সম্পত্তি রয়েছে। আর তার পাশেই রয়েছে সেই দিঘিটা। অভিযোগ উঠেছে, মোবারক গাজী তার সম্পত্তির সাথে পুরো দিঘিটা এসকেবিটার মেশিন দিয়েে মাটি ভরাট করে ভেড়িবাধের মাধ্যমে দখলের চেষ্টা করছে। অভিযুক্ত মোবারক গাজী বলেন,আমি কোন সরকারি জায়গা দখল করিনি। আমি ক্রয়কৃত সম্পত্তিতে কাজ করছি। পুলিশের এক কর্মকর্তা বলেন,আইনশৃঙ্খলা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। খুললা নুরনগর পানি উন্নয়ন বোর্ডের এস ও এবং এসডি বলেন,স্থানীয়দের অভিযোগ পেয়েছি। অতিসত্বর এলাকায় সরেজমিনে গিয়ে দখল কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply