ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটিযোগে হাটে গরু বিক্রি করতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গরুর মালিক নিহত হয়েছে।এ ঘটনায় ভুটভুটি চালক সহ ২ জন আহত এবং ৬ টি গরু মারাত্নক জখম হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আড়গাড়াহাট বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মো: হাবিবুর রহমান (৩৮)। এ ঘটনায় আহতরা হলেন, এনামুল হকের ছেলে মোঃ শামীম (২০) এবং আক্তারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১২)। আহতদের বাড়ি একই এলাকার ঘুনটোলা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, একটি গরু বোঝাই ভুটভুটি আড়গাড়া বাজারের ঘুনটোলা থেকে কানসাটের হাটে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে ফতেপুর এলাকায় ভুটভুটি টি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হাবিবুর মারা যায় এবং শামীম এবং মোস্তাকিম গুরুতর আহত হয়। আহত ও নিহতরা সবাই গরুর মালিক। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply