মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান: পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্য সম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারায় ৫ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। দীপু চন্দ্র পাল, মো. হাশেম, মো. হালিম, আতিকুর রহমান ও নজরুল ইসলাম নামে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে। গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
Leave a Reply