এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রয়াত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের মালসাপাড়া কবরস্থান মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, নূর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসা ছাত্র ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়ার পূর্ব আলোচনায় টুকু বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক ছিলেন। বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছেন, কখনো পিছপা হননি। তার মতো একজন সৎ, যোগ্য ও নিরহংকার সৈনিককে হারিয়ে সিরাজগঞ্জে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
আলোচনা শেষে মির্জা আব্দুল জব্বার বাবুর বিদেহী আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্যঃ রবিবার ভোররাতে ঢাকার স্কয়ার হাসপাতালে মির্জা আব্দুল জব্বার বাবু ইন্তেকাল করেন।
Leave a Reply