মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বদিউজ্জামান বদু বলেছেন খালেদা জিয়া বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐকের প্রতীকে রুপান্তরিত হয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছে। নিঃসন্দেহে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক অবস্থায় সক্রিয় হবেন। এ প্রত্যাশা এখন সকলের। খালেদা জিয়ার উপস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার ২৭ মার্চ শহরের মন্ডলপাড়া ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে খ.ম সুলতানের সভাপতিত্বে ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র মাহে রমজান উদযাপন উপলক্ষে মাদার অফ ডেমোক্রেসি আপসহীন দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমেদ,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুজন মাহমুদ,শ্রমিক ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান লিটন, শ্রমিক ইউনিয়ন এর সদস্য সচিব শামীম আহম্মেদ,শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মনির মল্লিক, বিশিষ্ট ব্যাংকার আজগর মিয়া,আকবর খন্দকার।
Leave a Reply