আতিকুজ্জামান (শার্শা) যশোর : যশোরের শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার সকালে শার্শার লাউতাড়া -গয়ড়া রাস্তার তালতলা নামক স্থান থেকে গাঁজা ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে সইদুল (৫০) আটক করে । সে বেনাপোল দক্ষিন কাগজপুকুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে শার্শা থানার এস আই উজ্বল হোসেন ও এস আই কামরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বড় মাদকের চালন পাচার হচ্ছে এমন সংবাদে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ সহিদুল ইসলামকে গাঁজাসহ আটক করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে ।
Leave a Reply