বিশেষ প্রতিনিধিঃ যশােরের বেনাপোলে কােম্পানীর পন্য বিক্রি করে বাড়ি ফেরার পথে যুবককে চাকু মেরে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বেনাপােল ডিগ্রি কলেজ সংলগ্ন ভান্ডারী মােড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের শিকার উজ্বল হাসান (৩২)। সে শার্শার স্বরুফদাহ গ্রামের কাওছার আলীর ছেলে ও শার্শার আকিজ বকার্সের একজন বিক্রয় প্রতিনিধি। উজ্বল জানান,সে বেনাপােল বাহাদুরপুর এলাকায় তার ডিলারের পন্য বিক্রি করে বাড়ি ফিরছিলাে।উজ্বল বৃহস্পতিবার দুপুরে বেনাপােলে ডিগ্রি কলেজ সংলগ্ন ভান্ডারী মােড়ে পৌছালে দুইজন যুবক তার গাড়ি থামিয়ে তার পিটে ও বুকে চাকু দিয়ে আঘাত করে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়।
এ ব্যাপারে বেনাপােল পাের্ট থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১০, তাং ১৭/০৪/২৫। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত দুইজন ছিনতাইকারীকে আটক করেছে। আটক ছিনতাইকারী বেনাপাল গ্রামের নাছির উদ্দিনের ছেলে সাব্বির হাসান(২২) ও দিঘীরপাড় গ্রামের আবু সাঈদের ছেলে আরমান হাসান (২৫) । আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনার পর শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর শার্শা ও বেনাপােল এলাকার বিভিন্ন কােম্পানীর ডিলারদের দেওয়া এক লিখিত অভিযােগ জানাগেছে, সম্প্রতি শার্শা ও বেনাপােল এলাকায় ডিলার প্রতিনিধিদের নিকট থেকে প্রতিনিয়ত কােম্পানীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
অভিযাগে জানান, বেনাপােল-বাহাদুরপুর রােড, শার্শা – শ্যামলাগাছি রােড, শার্শা-লাউতাড়া রােড, উলাশী কুচেমােড়া রােড ও জামতলা-বালুন্ডা রােড কােম্পানীর পন্য বিক্রয়ের পর বাড়ি ফেরার পথে দূস্কৃতিকারী ও ছিনতাইকারীরা অস্ত্র ও ধারালাে চাকু ব্যবহার করে টাকা ছিনতাই করছে। অভিযােগে জানাযায় গত কয়েক মাসের মধ্যে ৭টি ছিনতাইয়র ঘটনা ঘটেছে। তার মধ্যে উলাশী কুচেমােড়া নামক স্থানে টাকা ছিনতাইকারীদের হাতে রােকনুজ্জামান নামে একজন নিহত হয়েছে।এমন ছিনতাইয়ের ঘটনায় ডিলারদের মধ্যে ভয় ও আতংক বিরাজ করছে।
তারা এ ব্যাপারে প্রশাসনের সহযাগিতা কামনা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপােল পাের্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, ছিনতাইয়ের অভিযােগ পেয়ে বেনাপােল পাের্ট থানার এস আই মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান চালিয়ে ছিনতায়ের সাথে জড়িত দু জন ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন বেনাপােল পাের্ট এলাকায় কােন মাদক, চুরি ও ছিনতাইকারীদর সাথে জড়িতদের কােন ছাড় দেওয়া হবে না ।
Leave a Reply