ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ: এনায়েতপুর থানার ১ নং সঁদিয়া চাঁদপুর ইউনিয়নে সরকার ঘোষিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিশেষ ভর্তুকি কার্যক্রমের আওতায় ১৩৫০ জন উপকারভোগীর মাঝে টিসিবির নির্ধারিত পণ্যসামগ্রী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে উপকারভোগীদের জন্য একটি তালিকা প্রণয়ন করা হয়, যেখানে প্রাথমিকভাবে ১৩৫০ জন গ্রাহক অন্তর্ভুক্ত ছিলেন। পরে প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে আগের প্রচলিত পদ্ধতির কার্ড (যা সাধারণত ‘ম্যানুয়াল’ বা ‘প্রথাগত কার্ড’ নামে পরিচিত) পরিবর্তন করে ডিজিটাল ‘স্মার্ট কার্ড’-এ রূপান্তর করা হয়। এ পর্যায়ে ৮০০ জন স্মার্ট কার্ডধারীকে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নির্দেশনা অনুযায়ী, ১৯ এপ্রিল (শনিবার) দিনব্যাপী অবশিষ্ট ৫৫০ জন প্রথাগত কার্ডধারী ও ন্যাশনাল আইডি কার্ডধারীর মাঝেও পণ্য বিতরণ সম্পন্ন হয়, যাতে কেউ পণ্য থেকে বঞ্চিত না থাকেন।
পণ্যের তালিকায় ছিল-খাদ্য তেল, চাল, ডাল এবং চিনি। প্রতিটি কার্ডধারী নির্ধারিত সাশ্রয়ীমূল্যে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী গ্রহণের সুযোগ পান।
পুরো কার্যক্রমটি পরিচালনা করে মেসার্স সারোয়ার স্টোর, চৌহালী, সিরাজগঞ্জ। টিসিবির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সার্বক্ষণিক উপস্থিত থেকে পুরো বিতরণ কার্যক্রম তদারকি করেন, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং কোনোরূপ অনিয়ম না ঘটে।
স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, সরকারের এই সহায়তা নিম্নআয়ের মানুষের জন্য এক ধরনের আশীর্বাদস্বরূপ। একজন উপকারভোগী বলেন, “এই দুঃসময়ে সরকারের এমন সহায়তা আমাদের অনেক উপকারে আসছে।”
মেসার্স সারোয়ার স্টোর-এর এক প্রতিনিধি জানান, “আমরা ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারীর কাছে পণ্য পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করেছি। নিয়মিত মনিটরিং-এর কারণে কোনোরূপ অনিয়ম ঘটেনি।”
সংশ্লিষ্ট মহল মনে করছেন, সরকারের এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতেও টিসিবির এই কার্যক্রম আরও সুসংগঠিত, আধুনিক ও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ জনগণ।
Leave a Reply