মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ শহর লঞ্চঘাটের ধলেশ্বরী নদী তীরে নতুন রূপে, নতুন সাজে ফিরে এসেছে নিরিবিলি এন্ড ক্যাফে রেস্টুরেন্ট গড়ে উঠেছে দর্শনার্থীদের জমজমাট। দেখা যায় জেলা পুলিশ লাইন্স ও প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর পাশেই অবস্থিত ধলেশ্বরী নদীর তীরে সৌন্দর্য ও চারপাশে প্রকৃতির গড়ে উঠেছে এক নতুন নিরিবিলি এন্ড ক্যাফে রেস্টুরেন্ট যেকারণেই রোমান্টিক পরিবেশে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে প্রতিনিয়ত এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। সেখানে সৌন্দর্য উপভোগ ও পরিবার-পরিজনের সঙ্গে ঘোরাফেরা বসে খাবারের স্বাদ নিতে পারছেন বসার সু-ব্যবস্থা।
শুধু তাই নয়, রেস্টুরেন্টের চারপাশের প্রাকৃতিক পরিবেশ এতোটাই মনোমুগ্ধকর যে, দিনভর সেলফি তোলা আর ভিডিও করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আগত দর্শনাথীরা। এখানে চাইলে যেকোন সময় জন্মদিন, বিবাহবার্ষিকী পালন রুচিসম্মত খাবার পরিবেশনের করা হয়। শহরের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে কিছুটা সময় কাটানোর এক অপূর্ব জায়গা হয়ে উঠেছে নিরিবিলি এন্ড ক্যাফে রেস্টুরেন্ট। দিনের আলোতে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লেও রাত নামতেই যেন বদলে যায় তার চেহারা।
পানির ওপর প্রতিফলিত লাল, নীল, সবুজ আলোর ঝলকানিতে পুরো নিরিবিলি এন্ড ক্যাফে রূপ পরিবর্তন হয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় এযেন জলে ভাসা কোনো এক স্বপ্নপুরী। এবিষয়ে নিরিবিলি এন্ড ক্যাফে রেস্টুরেন্ট স্বত্বাধিকারী মালিক মোঃ রায়হান মানিক সাহেব বলেন, আমাদের যেখানে অনুমতি দরকার সেখানে সর্বোচ্চ কাগজপত্র লাইন্সেস অবগত রয়েছে, এবং আপনারা ঘুরেফিরে দেখতে পারেন যে কোন ধরনের অনিয়ম চোখে পরলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ।
Leave a Reply