এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,চীনের অর্থায়নে দেশে তিনটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে এর একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ঐহিত্যবাহী সিরাজগঞ্জে যমুনা নদীর উপর একটি সড়ক ও একটি রেল সেতু নির্মিত হয়েছে। যার ফলে ঢাকা-উত্তরবঙ্গসহ সারাদেশের সাথে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগের পথ উন্মোচিত হয়েছে। এখানে একটি ইকোমিক জোন ও একটি বিসিক শিল্পপার্ক স্থাপন হওয়ায় প্রায় ৮/১০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ একটি তাঁত শিল্প,সাহিত্য ও বানিজ্যিক জেলা। এ জেলা দেশের গণতান্ত্রিক যেকোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এজন্য বর্তমান সরকারের নিকট সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি এ জেলায় একটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা করার। এখানে পর্যাপ্ত জায়গাসহ সড়ক, রেল ও নদী পথে যোগাযোগসহ সকল ব্যবস্থা রয়েছে।
এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খান, সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার, ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply