এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ,ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামে সাংবাদিক শাহীন খাঁনের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক শাহিন খানের বড়ভাই সাংবাদিক শামীম উদ্দিন খাঁন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ মার্চ২০২৫ আমার ছোটভাই সাংবাদিক শাহীন খানকে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের শাহ পরান, সজিব সেরাল, হাফিজুর, ইউসুফ ও আরাফাতসহ একদল সন্ত্রাসী সাংবাদিক শাহীন খানের নিজস্ব ডিপ টিউবওয়েলের নিকটে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় ও তাকে পিটিয়ে দু’ হাত ও একটি পা ভেঙ্গে দেয়।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমাদের পরিবারের উপর উল্টো একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এতেও তারা ক্ষ্যান্ত না হয়ে আবারও পুর্বের ধারাবাহিকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করে আমাদের জমিতে লাগানো ১০০ কাইন কলা কেটে নিয়ে গেছে। অপরদিকে আমার ছোটভাই সাংবাদিক শাহিন খানকে পঙ্গু হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর তারা নানাভাবে ভয় দেখাচ্ছে ও আমার ছোটভাই সাংবাদিক শাহিন খানের ন্যায় আমাকেও মারপিট করে হাত-পা ভেঙ্গে দিবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এতে আমিসহ আমার পরিবারের সদস্যরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি না। এতে একদিকে যেমন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি অন্যদিকে তাদের প্রাণনাশের হুমকিতে নিজ বাড়িতে জিম্মির মতো গৃহবন্দীত্ব জীবন যাপন করছি। সুতরাং নিরুপায় হয়ে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ও আমার পরিবারের সকল সদস্যদের জীবনের নিরাপত্তাসহ এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
Leave a Reply