
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ সদর থানার নবনির্বাচিত সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান অপুকে ফুলেল শুভেচছা বিনিময়ের মধ্য দিয়ে অভিনন্দন জানিয়েছে নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি। গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় নগরীর পাইকপাড়া এলাকায় মসজিদের সামনে নবনির্বাচিত সদস্য সচিবকে এ ফুলেল শুভেচছা জানানো হয়।
নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের নবনির্বাচিত সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান অপু বলেন- ছাত্র জনতার ২০২৪ সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ-ই পদে আমাকে নির্বাচিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলমত নির্বিশেষে আমি সকলের দোয়া কামনা করছি। আমি যেনো দলের ভাবমূর্তি বজায় রেখে, কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালনে রাজপথে সর্বদা নিষ্ঠার সাথে সক্রিয় থাকতে পারি।
ও-ই সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এড. কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউদ্দিন জিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ স্বপন, নাসিক ১৭নং ওয়ার্ড যুব দলের সভাপতি আল মামুন প্রমূখ।
Leave a Reply