মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী : র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ০৫ মে ২০২৫ তারিখ বিকাল-১৫.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর রাজপাড়ায় হত্যার উদ্দেশ্যে অপহরণ করতঃ মুক্তিপণ দাবীর তদন্তে সন্দিগ্ধ অন্যতম প্রধান অপহরণকারী মোঃ রাব্বি ইসলাম @ সজিব (২৫), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-চন্ডিপুর, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরকে গ্রেফতার করেন এবং জব্দকৃত আলামত মোবাইল-০২টি, সীম-০৪ টি উদ্ধার করে।
ঘটনা সূত্রে জানা যায় যে, ভিকটিম গত-০৮-০৩-২০২৫ তারিখ দুপুর আনুমানিক-০১.০৫ ঘটিকার সময় বাদীর ছেলে হাফিজুর রহমান @ জয় (১২)‘কে বোয়ালিয়া থানাধীন উপশহর সৃষ্টি স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে নিজ মোটরসাইকেলে বাড়ী হতে রওনা করে। অতঃপর বাদীর মোটরসাইকেলসহ একই তারিখ দুপুর আনুমানিক-০১.২৫ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই উল্লেখিত বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অজ্ঞাতনামা প্রাইভেট কারে তুলে অপহরণ করে নিয়ে যায় এবং বাদীর পরিবারের বড় ধরণের ক্ষতি করবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে বাদীর নিকট হতে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
ভিকটিম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামীদের হাতে থাকা দেশীয় চাকু ও ক্রিকেট খেলার ব্যাট দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করলে ছিলা ও ফোলা জখম হয় এবং তখন বাদী প্রাণ ভয়ে ৪৫,০০০/- টাকা চাঁদা প্রদান করে। আসামীগন ভিকটিম এর নিকট হতে জোরপূর্বক ০৩ টি নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। অতঃপর একই তারিখ আনুমানিক রাত্রী-২১.০৫ ঘটিকার সময় আসামীগন ভিকটিমকে অজ্ঞাতনামা প্রাইভেট কারে তুলে নিয়ে আলীগঞ্জ পিয়াজুর মোড়ে রেখে পালিয়ে যায়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। উক্ত ঘটনায় রাজপাড়া থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে ০৪ জন এজাহারনামীয় এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।
উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ প্রধান পলাতক আসামী মোঃ রাব্বি ইসলাম @ সজীব’কে অদ্য ০৫ মে ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে উক্ত চাঞ্চল্য ঘটনার সাথে উক্ত আসামি রাব্বি ইসলাম @ সজীব সক্রিয়ভাবে জড়িত ছিল মর্মে স্বীকার করে। উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply