1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আমার দেশ’ সম্পাদককে উদ্দেশ্য করে ষড়যন্ত্রমূলক মামলা—ঝিকরগাছায় প্রতিবাদ তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ বান্দরবানে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু তালা উপজেলার বিতর্কিত ইউএনও শেখ রাসেল চাকুরি জীবনে ৯ দেশ সফল করেছেন বন্দরে শিক্ষার্থীকে অপহরণের পরে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার- ২ আগামী ৪০ বছরেও আ’লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না-টুকু তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত মাঠ পর্যায়ে নিরলস কাজ করছেন লামায় ইউএনও মো. মঈন উদ্দিন লামায় বন্যহাতির আক্রমণে নারী মৃত্যু

লামায় মডেল মাদ্রাসার ১০’জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পাঠ করা হয়েছে

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌর শহরে প্রতিষ্ঠিত জেনারেল শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ আবাসিক হিফজখানা “দারুল কোরআন মডেল মাদ্রাসা”র (১ম হিফজ সমাপন এওয়ার্ড সম্মাননা) ১০জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। বুধবার ১১ ডিসেম্বর’ রাত সাড়ে ৯ টার সময় লামা বাজার চৌরাস্তা মোড়ে অত্র মাদ্রাসা আয়োজিত ১ম দস্তারবন্দী ও বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে নতুন পবিত্র কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ফারেগিন ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন ঢাকা মুহাম্মদপুর হাজী মফিজুর রহমান ট্রাস্ট জামে মসজিদের খতিব মাও. গাজী সানাউল্লাহ রহমানী, উস্তাজুল হুফ্ফাজ হাফেজ মোহাম্মদ আলী, চিরিঙ্গা মাদ্রাসার সাবেক উস্তাজ মাও. আব্দু রশিদ, লামা উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম মাও. আজিজুল হক, লামা পৌর সাবেক মেয়র মো. আমির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাহের মিয়া, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুল ইসলাম, সাংবাদিক মো. কামরুজ্জামান, কামাল উদ্দীন ও সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দীন প্রমুখ। এ বছর নবাগত পাগড়ী প্রাপ্ত ১০জন হাফেজরা হলেন, লামা বাজার পাড়া মাও. শামসুদ্দোহার ছেলে হাফেজ মো. হাসিব আল হাসান, রুপসী পাড়া ২নং ওয়ার্ড হাফেজ পাড়া আক্তার হুসেনের ছেলে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম ইয়াছিন, পৌর কলেজ পাড়া মো. শাহরাজ উদ্দীনের ছেলে হাফেজ মো. হাফিজুর রহমান রাফি, পৌর নয়া পাড়া মো. নাসির উদ্দীনের ছেলে হাফেজ মো. আহসানুল কবির সায়ন, মধুঝিরি বড় নূনারবিল পাড়া জামাল আবু নাসের টিটুর ছেলে হাফেজ মো. আবু রাহিন, পৌর চাম্পাতলী মো. আব্দুল খালেকের ছেলে হাফেজ মো. সুলতানুল মুবিন সুরাইম, মানিকপুর চাঁদপাড়া মো. নাজিম উদ্দীনের ছেলে হাফেজ মো. হাবিব উল্লাহ, পৌর নয়া পাড়া মো. ইব্রাহীমের ছেলে হাফেজ মোহাম্মদ হুসাইন, পৌর টি.টি.এন্ড.ডি.সি’র মো. আব্দুল হামিদের ছেলে হাফেজ মো. আরফাত হোসেন, বমু বিলছড়ি পশ্চিম পাড়া আব্দুল মন্নানের ছেলে হাফেজ মো. তামিমুল ইসলাম। এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন, তাঁরা হলেন হাফেজ মো. শাফায়েতুল ইসলাম, হাফেজ মো. এহসান মিয়া, হাফেজ মো. আরিফুল ইসলাম, হাফেজ মো. আব্দুল আজিজ ও ক্বারি মাও. মো. ইব্রাহীম ও মাও. মো. ওবাইদুল্লাহ। এর আগে মাও. শফিউল আজীমের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১ম দস্তারবন্দী ও বার্ষিক ইসলামী মহা-সম্মেলনের কার্যক্রম শুরু হয় বাদে যোহর থেকে। পরে ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোচনা পেশ করেন মাও. মুফতি রিদওয়ানুল কাদীর, মাও. সরওয়ার আলম কুতুবী, মাও. মুফতি এরশাদুল আলম মাসুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি