সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের তুলে নিয়ে যাওয়া ৬ মেইতেই জাতিগোষ্ঠির সদস্যের লাশ উদ্ধার করেছে আসাম পুলিশ।
মেইতেইদের দাবি, সশস্ত্র কুকি-মার বাহিনী ত্রাণশিবির থেকে এই ছ’জনকে অপহরণ করেছিল।
উদ্ধার করা লাশের মধ্যে একটি আট মাস বয়সী নবজাতকও রয়েছে। তিনজন মহিলা এবং তিন শিশুকে জিম্মি করার পাঁচ দিন পর শনিবার সকালে জিরি নদীতে পুলিশ ছয়টি মরদেহ খুঁজে পায়।
Leave a Reply