পোল্যান্ডের বিপক্ষে বাজিমাত করা পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিল বিবর্ণ। যদিও প্রথমার্ধে এগিয়ে যায় তারা।
গতকাল রাতে নেশন্স লিগে পর্তুগালের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ভার্দিওল। এই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ১৪ পয়েন্ট নিয়ে গ্রপসেরা পর্তুগাল আগেই নিশ্চিত করে রেখেছিল কোয়ার্টার ফাইনাল।
Leave a Reply