ইমদাদুল হক মিলন বন্দর থেকে :- গত ১০ জানুয়ারী বিকেলে৪টায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে,আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হলো স্বপ্নের নারায়ণগঞ্জ গ্রুপের 65K member celebration ২০২৫ . উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে গ্রুপের উপস্থিত সদস্যদের বরণ করে নেওয়া হয় পরে কেক কেঁটে উপস্থিত সদস্যদের খাওয়ানো হয় তার সাথে পথ শিশুদেরকেও খাওয়ানো হয়। স্বপ্নে নারায়ণগঞ্জ গ্রুপটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বসে মুক্ত আলোচনা করা হয় এই স্বপ্নের নারায়ণগঞ্জ গ্রুপে জয়েনের ক্ষেত্রে অ্যাপ্রুভে থাকছেনা কোন বাধা আপাতত। সবার জন্য উন্মুক্ত থাকবে এই গ্রুপ,যে কেউ খুশি জয়েন করতে পারবে, গ্রুপের এডমিন প্রধান, রিমন আল সাঈম বলেন নারায়ণগঞ্জ শুধু সোনালী আঁশ অর্থাৎ পাট এর জন্য বিখ্যাত,তা কিন্তু নয়।এ জেলায় বিখ্যাত ব্যক্তি,ঐতিহাসিক খাবার এবং নান্দনিক কিছু দর্শনীয় স্থান রয়েছে, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। আর এসবজায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে। নারায়ণগঞ্জের সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরাই আমাদের একান্ত কাম্য।
Leave a Reply