বিশেষ প্রতিনিধি :- গত ২৯ এপ্রিল, মঙ্গলবার দুপুরে দুদকের কর্মকর্তাদের একটি টিম বন্দর উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় এলজিইডি কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় তারা গত তিন বছরের বিভিন্ন প্রজেক্টের নথিপত্র যাচাই বাছায় করেন এবং দায়িত্বরত প্রকৌশলীর শামসুন্নাহার কাছ থেকে তথ্য চান। বিকেল ৩টার দিকে দুদক কর্মকর্তারা অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মশিউর রহমান বলেন, ‘বন্দর এলজিইডির অধীনে যেসব কাজ হয়েছে ও চলমান রয়েছে সেই বিষয়ে পর্যবেক্ষণের জন্য আমরা এখানে এসেছি। এলজিইডির বিষয়ে অনেক ধরনের অভিযোগ থাকে, অনেক প্রজেক্ট হয়। সেই রেকর্ডগুলো সংগ্রহ ও যাচাই করা হচ্ছে তিনি জানান।
Leave a Reply