1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :

মধুপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জিরো-উয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জিরো-ওয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইনে অনুষ্ঠিত। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। সোমবার (২০ই জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা স্কাউটস এর আয়োজনে উপজেলা চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকৌশলী কর্মকর্তা জয়নাল আবেদীন সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সাহা, মধুপুর উপজেলা স্কাউট কর্মকর্তা তারিকুল ইসলাম, হারুনুর রশিদ ফকির, বৈষম্যবিরোধী আন্দোলনের একরামুল হক অনিক, নাইম প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। এসময় তিনি আরো বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য মধুপুর গড়ে তুলতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি