মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান। চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু এন্ড কোম্পানির কর্মচারিদের বদলীর প্রক্রিয়া শুরু হয়েছে।এটা স্বাভাবিক প্রক্রিয়া হলেও অনেকে বলছেন”স্বৈরাচারের দোসর এবং সুবিধাভোগী কর্মচারি হওয়ায় তাদেরকে নিরাপত্তার স্বার্থে বদলী করানো হচ্ছে। এ নিয়ে সমগ্র চুয়াডাঙ্গায় ব্যাপি ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য মোতাবেক,সম্প্রতি কেরুজ চিনিকল থেকে ৬ জন কর্মচারিকে বিভিন্ন চিনিকলে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তা কর্মচারিরা হলেন – সৌমিক হাসান রূপমকে পঞ্চগর চিনিকলে বদলি করা হয়েছে,জহির উদ্দিনকে রাজশাহী চিনিকলে বদলি করা হয়েছে,আব্দুল্লাহ আল মামুনকে ঠাকুরগাও চিনিকলে বদলি করা হয়েছে,আলমগীর রহমানকে নর্থবেঙ্গল চিনিকলে বদলি করা হয়েছে, সাজেদুর রহমান তুফানকে ঠাকুরগাও চিনিকলে বদলি করা হয়েছে এবং দেলোয়ার হোসেনকে নাটোর চিনিকলে বদলি করা হয়েছে।
কেরুজ চিনিকল সূত্রে মতে,আরো কয়েকজন বদলি প্রক্রিয়ায় রয়েছেন। এ বিষয় চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু এন্ড কোম্পানির পরিচালক আবুল হাচান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বদলি বিষয়টা সম্পুর্ণ কর্তৃপক্ষের।
Leave a Reply