মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক্লাব অব লামা শাখার এর উদ্যোগে পাহাড়ি এলাকার দূর্গম স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ৩ টায় লামা চেয়ারম্যান পাড়াস্থ বেগম রোকেয়া হল রুমে এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট্র-৩ এর সার্বিক সহযোগিতায় এপেক্স ক্লাব অব লামার সভাপতি মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না। এতে বিশেষ অতিথি ছিলেন- এপেক্স বাংলাদেশ এর জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ট্রেজারার মোহাম্মদ মঈনুল ইসলাম, এপে. হামিদুল ইসলাম মোর্শেদ সভাপতি এপেক্স ক্লাব অব চকরিয়া,অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী,অভিভাবক ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা’সহ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এপেক্স ক্লাব অব লামা সব সময় অত্র উপজেলায় হতদরিদ্র ,অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে। তাঁদের এমন মানবিক কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড। বিতরণকৃত শিক্ষা উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে নবম- দশম শ্রেণির শিক্ষা সহায়ক মডেল টেস্টসহ পূর্ণাঙ্গ ৪ সেট বই,খাতা,কলম,স্কেল,পেন্সিল,লরাবার, জ্যামিতি বক্স,পেন্সিল কাটারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।
Leave a Reply