সাত্তার আব্বাসী (সিরাজগঞ্জ প্রতিনিধি) ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাতি দল, এনায়েতপুর থানা শাখা। রবিবার (১৬ই মার্চ) চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার সাবেক সভাপতি জনাব আতাউর রহমান (আতা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতী দল, এনায়েতপুর থানা শাখার সভাপতি মোঃ আনসার আলী বেপারী, জাতীয়তাবাদী দল (বিএনপি) এনায়েতপুর থানা শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রজব আলী মেম্বার, জাতীয়তাবাদী কৃষক দল, এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মুক্তার হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হোসেন তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা শুধু ছাত্রসমাজের নয়, সমগ্র জাতির গর্ব। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলনে আমাদের কৃষকরাও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। দেশে যখন দুঃশাসন, লুটপাট ও দুর্নীতি চলছিল, তখন কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। আমরা দেখেছি কীভাবে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, কীভাবে কৃষকদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে নতুন করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সূচনা হয়েছে।”
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম বলেন “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪ আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে তরুণরা তাদের সাহস ও দেশপ্রেমের যে নজির স্থাপন করেছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তাদের স্মরণে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে, যেন তারা যে স্বপ্ন দেখে গিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পারি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বরাবরই জনগণের পাশে আছি এবং থাকব। ছাত্র-জনতার এই আত্মত্যাগ যেন বিফল না যায়, সে জন্য সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি আতাউর রহমান (আতা) তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া তরুণরা আমাদের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে। এই আন্দোলন প্রমাণ করেছে, দেশপ্রেমিক জনগণ কখনোই অন্যায়, দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে নীরব থাকতে পারে না। আমাদের দল সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। যারা আমাদের সাহসী ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গড়া এই আন্দোলনকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। “শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমাদের শপথ নিতে হবে— দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাবো। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।”
ছাত্র জনতার আন্দোলন ২০২৪ এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র ও যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply