স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেনের বিরুদ্ধে আ’লীগ নেতাকর্মীদের লালন করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন তৃণমুলের ত্যাগী-নির্যাতিত নেতা-কর্মীরা। তারা তাকে দল থেকে বহিষ্কারের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদ্বয় বরাবর অনুলিপি দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তৃণমুলের নেতা-কর্মীদের দাখিকৃত অভিযোগ সুত্রে মানাযায়,তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পদধারী নেতাদের সাথে আঁতাত করে চলছেন ও তাদের নানাভাবে সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে বিএনপির নেতা কর্মীদের নানাভাবে নাজেহালসহ হয়রানি করছেন। এতে বিএনপি’র তৃণমুলের ত্যাগী নেতা-কর্মীরা প্রতিবাদ করায় তাদের উপর বইতো ঝড়। আসন্ন ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে সোলাইমান হোসেন আওয়ামী প্রেতাত্মাদেরকে বিভিন্ন কমিটিতে স্থান দেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। সম্প্রতি বিলুপ্ত তালম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক থাকাকালে তিনি টাকার বিনিময়ে আওয়ামীলীগের এক কর্মীকে তালম ইউনিয়ন কৃষকদলের পদ বাগিয়ে দিয়েছেন। এছাড়াও তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিকট থেকে ৫-৭ লাখ টাকা নিয়ে তাকে ইউনিয়ন পরিষদে
বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। অপরদিকে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে এলাকায় মোটর সাইকেল শোডাউন প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়েছেন। জেলা বিএনপির সভাপতি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দাখিলকৃত অভিযোগে তৃণমূলের নেতা-কর্মীরা আরো উল্লেখ করেছেন সুফলভোগি বিএনপি নেতাকর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছোলাইমান হোসেন আওয়ামীলীগের লোকজনকে বিভিন্ন সুফলভোগী ও পুকুরের সদস্য বানিয়ে তাদেরকে পুকুর লীজ নিয়ে দিয়েছেন। অথচ সেইসব পুকুর পাড়ের বিএনপির নেতা কর্মী ও সুফলভোগীরা তার ষড়যন্ত্রের শিকার হয়ে পুকুর থেকে বাদ পড়েছেন। এদিকে যাদেরকে তিনি সুফলভোগী পুকুরের লীজ নিয়ে দিয়েছেন তারা ইতোপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপির সুপারিশপ্রাপ্ত সদস্য ছিলেন,যার যথেষ্ট প্রমাণাদি বিএনপির ওই সকল তৃণমুলের ত্যাগি নেতাকর্মীদের কাছে রয়েছে। অপরদিকে সোলাইমান হোসেন তালম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে দলীয় কোনো সিদ্ধান্তকে তোয়াক্কা করেননি। উপরন্ত তিনি বিতর্কিত কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এ বিষয়গুলো উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা
জানলেও তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন না করে বরঞ্চ তারা তাকে লালন করেছেন। সুতরাং সে যেন ভবিষ্যতে বিএনপির পদ-পদবী ব্যবহার করে আর এমন বিতর্কিত কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়টি বিবেচনা করে আসন্ন ইউনিয়ন বিএনপির সম্মেলনের আগেই তাকে দল থেকে বহিষ্কারের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট জোর দাবি জানিয়েছেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।
Leave a Reply