মোঃ সুজন বেপারী- মুন্সিগঞ্জ জেলা দলিল রেজিস্ট্রারের কার্যালয়ে টাকা ছাড়া নড়ে না ফাইল বিভিন্ন ধরনের ব্যাপক জাল জালিয়াতি অনিয়ম দুর্নীতিসহ ঘুষের আখড়ার অভিযোগ উঠেছে।
দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ জেলা রেজিস্ট্রার অফিসে দলিল করতে আসা মানুষ বিভিন্ন হয়রানি শিকার হচ্ছে। দলিলে বিনা কারণে বিভিন্ন ধরনের ভুল ধরে রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই জেলা রেজিস্ট্রারের অনিয়মের কারণে সরকার শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
এছাড়াও ভূমি নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি আপাদমস্তক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যারা দুর্নীতি দূর করবেন তারাও কোনো না কোনোভাবে এই অন্যায়ের সুবিধাভোগী। যার ফলে এখানে বিচারহীনতার মানসিকতা তৈরি হয়ে গেছে।
রেজিস্ট্রার অফিসে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। তারা বলে, ৬-৭ ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। টাকা ছাড়া কোনো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না।
এ প্রসঙ্গে কয়েকজন আইনজীবীরা বলছেন, ভূমি রেজিস্ট্রেশন আইনে রেজিস্ট্রারদের দায়মুক্তি দেয়ায় চাইলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। সেকশন ৮৬ অনুযায়ী, সরল বা সহজ বিশ্বাসে জমি কিনে রেজিস্ট্রেশন করা হলে ক্রয় দাতার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া যাবে না। এই সেকশনটি অনেকটা দায়মুক্তির মতো।
এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আড়ালে অভিযোগ মূলত জেলা রেজিস্ট্রারের অফিসের দলিল রেজিষ্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অনিয়ম এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা দাবীজানান সেবাগ্রহীত ভুক্তভোগীরা।
Leave a Reply