শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ’র নেতৃত্বে আনন্দ মিছিলটি মহানগরীর খানপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ মহিলা কলেজ হয়ে প্রেস ক্লাব এর সামনের সড়ক সহ প্রধান প্রধান সড়ক হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ তাঁর বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল প্রতিষ্ঠাতা তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বৈরাচার শেখ হাসিনা’র দায়ের করা মিথ্যা মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়ায় আনন্দ প্রকাশ করেন। এছাড়াও তারেক রহমান’র নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মডেল দল হিসেবে বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠনে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু’র পরিচালনায় ও-ই আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন- তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. সাইফুল আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাবু, সেলিম, খোকন সহ নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনান্য নেতা-কর্মীরা।
Leave a Reply