সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চালা এম. এম. প্লাজা মিলনায়তনে এ সভার আয়োজন করে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সভাটি সুইডেন সরকারের অর্থায়নে বাস্তবায়িত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিপির প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনডিপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল আলম, সামাজিক উন্নয়ন কর্মী আকলিমা আক্তার, সাংবাদিক সবুজ সরকার, আব্দুর রশিদ ভূঁইয়া ও হামিদা বেগম।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ জোরদার, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়।
Leave a Reply