1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অধিগ্রহণ ব্যতীত পটিয়া মডেল মসজিদ নির্মাণ, তদন্তের নির্দেশ শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে শিল্পপতি রুহী আফজালের তীব্র নিন্দা ও প্রতিবাদ অপরিচিত মানসিক ভারসাম্যহীন এক নারীর পাশে দাঁড়িয়েছেন ইউএনও সীমা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ কথিত ভূয়া সাংবাদিক গ্রেফতার ফুলপুরে প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন খুলনায় লাইসেন্স বিহীন চলছে অধিকাংশ করাত কল, প্রশাসন নিরব চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ বেলি সেতু পারাপারে ভোগান্তি আমরা এ সময়ের মুক্তিযোদ্ধাঃ জোসেফ গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর, হাসপাতালে ভর্তি

লামায় ত্রিপুরা পল্লীর ১৭টি জুমঘর পুড়ে ছাই

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলার সরই ইউনিয়নে এক ত্রিপুরা পল্লীর ১৭টি জুম ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে পৌনে একটার মধ্যে ৮নং ওয়ার্ড পূর্ব বেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) রুপায়ন দেব। তিনি ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষনিক একটি করে কম্বল, চাল, ডাল প্রদান করেন। ক্ষতিগ্রস্থরা হলেন- গুংগামনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্রমনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, ডা. রুমানিক বিপুষ্প, পাগ্রেন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, সার্কেল, জয়চন্দ্র ত্রিপুরা, গুংগারাং ত্রিপুরা, তিকরাম, অনসারাই ত্রিপুরা, জানালি ত্রিপুরা, তারাসিং বিপুল, রাশিচন্দ্র ত্রিপুরা ও বদির ত্রিপুরা।স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পূর্ব বেতছড়া টঙ্গঝিরিতে পুলিশের সাবেক আইজিপি পলাতক বেনজির আহমেদ এর একটি বাগান বাড়ি ছিল, যা এসপির বাগান নামে পরিচিত। বেনজির আহমেদের সেই জায়গায় বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ত্রিপুরা পরিবার কয়েক মাস আগে ছোট ছোট জুমঘর করে বসবাস শুরু করেন। ওই জায়গার দখল কর্তৃত্ব নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গত ১৯ নভেম্বর গুঙ্গামনি ত্রিপুরা, পিতা- মৃত আস্তা নিয়া ত্রিপুরা, সাং- টঙ্গঝিরি পূর্ব বেতছড়া পাড়া, ৮নং ওয়ার্ড, ৫নং সরই ইউনিয়ন, থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে ৮ জনকে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়। ডায়েরিতে অভিযুক্তরা হলো, স্টিফেন ত্রিপুরা, পিতা- জগমন, সাং- ছবিচন্দ্র পাড়া, মসৈনিয়া, পিতা- গবিন্দ্র ত্রিপুরা, সাং- টঙ্গঝিরি পাড়া, যোয়াকিম ত্রিপুরা, পিতা- জগমন, সাং- হবিচন্দ্র পাড়া, সুরেন্দ্র ত্রিপুরা, পিতা- বাশাত ত্রিপুরা, সাং- কলাঝিরি পাড়া, আলীকদম, বর্তমান সাং- গাজন পাড়া, শিমিয়ন ত্রিপুরা, পিতা- স্টিফেন ত্রিপুরা, সাং- ছবিচন্দ্র পাড়া, সর্ব ইউনিয়ন- ৫নং সরই, সর্ব ওয়ার্ড নং- ০৮, সর্ব থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলাসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন। লামা থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এনামুল হক অগ্নিকান্ডে জুমঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি